চাঁপাইনবাবগঞ্জে নলকূপ স্থাপন কাজের উদ্বোধন

305

রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নিম্ন পানির স্তর এলাকায় কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ এ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ কাজ হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মাওলানা সোহরাব আলী, সুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, ওলিউল ইসলাম ওলি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মনিরুল ইসলাম, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলসহ এলাকাবাসী। এজন্য প্রতিটিতে ব্যয় হবে ৩ লাখ ২৭ হাজার টাকা। অপরদিকে আজ সকালে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। একাজে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। একই ইউনিয়নের রহমতুল্লাহ মাদ্রাসা সংলগ্ন গোরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। একাজে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা। এ ২টি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।