ঘানার ফুটবলার আতসুকে ধ্বংসস্তুপ থেকে মৃত উদ্ধার

103
(FILES) In this file photo taken on June 26, 2019, Ghana's midfielder Christian Atsu chases down the ball during the 2019 Africa Cup of Nations (CAN) football match between Ghana and Benin at the Ismailia Stadium. The body of former Ghana international Christian Atsu has been found after a huge earthquake in Turkey, local media reported on February 18, 2023, quoting his manager. Atsu, 31, was caught up in a 7.8-magnitude quake that rocked Turkey and Syria on February 6, killing more than 43,000 people in both countries. (Photo by OZAN KOSE / AFP)

ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুকে তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত ভবন থেকে মৃত উদ্ধার করা হয়েছে। আজ তার এজেন্ট বিষয়টি নিশ্চিত করেছে বলে জােিনয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বর্তমানে হাতেস্পোর ফুটবল দলে খেলছিলেন আতসু। ৩১ বছর বয়সী এই ফুটবলারকে একবার জীবিত উদ্ধার করা হয়েছিল বলে খবর দিয়েছিল তার নিজের ক্লাব। পরে অবশ্য তারা নিজেদের অবস্থান বদলে জানায়, আতসুকে পাওয়া যায়নি। এবার আতসুকে হাতে শহরের নিজ অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তুপ থেকে মৃত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার এজেন্ট। আতসুর এজেন্ট নানা সেশের টুইটে আজ জানিয়েছেন, সকালে আতসুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে, ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বের ৭০টিরও বেশি দেশ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।