গ্রেফতার শ্রীলঙ্কার বরখাস্ত জ্বালানিমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা

202

শ্রীলঙ্কার পদচ্যুত জ্বালানিমন্ত্রী অজুর্না রানাতুঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রানাতুঙ্গার নিরাপত্তারক্ষীর গুলিতে এক ব্যক্তি নিহত এবং দুইজন আহত হওয়ার ঘটনায় সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “গোলাগুলির ঘটনায় কলম্বো ক্রাইম ডিভিশন রানাতুঙ্গাকে গ্রেপ্তার করেছে। তাকে দ্রুত আদালতে উপস্থাপন করা হবে।” গত শুক্রবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রধানমন্ত্রী পদ থেকে রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন। ওই দিন রাতেই তিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান। সিরিসেনা পরদিনই বিক্রমসিংহের মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করেন। ওই ঘোষণা মেনে না নিয়ে রোববার রানাতুঙ্গা রাষ্ট্র পরিচালিত ‘সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন’ প্রাঙ্গনে তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেখানে প্রেসিডেন্টের সমর্থক ট্রেড ইউনিয়নের কর্মীরা তাকে বাধা দেয় এবং একপর্যায়ে একদল লোক রানাতুঙ্গাকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার নিরাপত্তারক্ষী গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান একজনের মৃত্যু হয়।