গ্রিন ভিউ স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

73

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট গ্রিন ভিউ স্কুলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। জীবনের মূল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৭৮০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন- গ্রিন ভিউ স্কুলের প্রধান শিক্ষক রোখসানা আহমদ। এতে সার্বিক সহযোগিতা করেছেন- সংগঠনটির অ্যাডমিন লাবনী আক্তার বেবী, সিয়াম মাহমুদ, সামিউল ইসলাম, জান্নাতুল ফেরদাউসসহ অন্যরা।
স্কুলের প্রধান শিক্ষিক রোখসানা আহমদ বলেন, রক্তের গ্রুপ নির্ণয় করাটা অত্যন্ত জরুরি। রক্তের গ্রুপ জানা থাকলে আপনার প্রয়োজনে আমি, আমার প্রয়োজনে আপনি রক্ত দিতে পারবেন। বিপদে-আপদে জনগণ একে অপরের পাশে দাঁড়িয়ে সহজেই রক্তদানের মাধ্যমে জীবন বাঁচাতে পারেন। আর আমাদের ছাত্র-ছাত্রীদের স্কুল আইডি কার্ড বানানোর জন্য রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত জরুরি ছিল। বাইরে থেকে করালে সেখানে অর্থের প্রয়োজন ছিল, এখন সেটা আমরা বিনামূল্যে পেয়ে গেলাম।