গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

103

গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টা থেকে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম এ নাসের, রাজশাহী জেলা শাখার সভাপতি আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হান্নানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যরা স্থানীয় সরকারের অধীনে দিনরাত মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ প্রায় ৭০ ধরণের কাজ করে থাকি। আমরা সরকারের যাবতীয় কাজে সহযোগিতা করি। অথচ আমাদের বেতন সামান্য। এই সামান্য বেতনে আমরা সংসার চালাতে হিমসিম খাচ্ছি। তাই আমাদের জাতীয়করণ করতে হবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান।