গ্রাম উন্নয়ন সোসাইটির উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ

বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর উচ্চ বিদ্যালয়ে গ্রাম উন্নয়ন সোসাইটির নিজেদের উদ্দ্যোগে ৮০টি দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা ইত্যিমধ্যেই ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় শিশু কল্যাণে যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন তা সত্যিই প্রসংশার দাবি রাখে। তিনি এলাকার উন্নয়নে গ্রাম উন্নয়ন সোসাইটিকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস বলেন, আপনারা ইতিমধ্যেই যথেষ্ট সংগঠিত হয়েছেন এবং এলাকা উন্নয়নের কথা ভাবছেন যেটা প্রমাণ করে যে আপনাদের মাধ্যমে এলাকায় শিশুদের কল্যাণে নিশ্চিত হবে। গ্রাম উন্নয়ন সোসাইটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগীতায় আগামীদিনে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবো। উক্ত অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা সার্বিক সহযোগীতা প্রদান করেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহায়তায় ২০টি গ্রাম উন্নয়ন সোসাইটি নিজ নিজ এলাকায় শিশুর সার্বিক জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।