গ্রামকে শহর করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশারী করতে হবে: জেলা প্রশাসক

144

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে। আর তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারের বিশেষ করে দেশের সব চেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদগুলো আরো শক্তিশালী করতে হবে। এ জন্য সরকারের সিদ্ধান্তগুলো জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে, কাজ করছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল বৃহস্পতিবার জেলার ইউনিয়ন পরিষদ সচিবদের মাঝে মোবাইল ফোন (স্মার্ট ফোন) বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরো বলেন- মোবাইলটা আপনারা সঠিকভাবে ব্যাবহার করবেন। এটা যেন জণগণের কাজে লাগে, এতে যেন আপনার দক্ষতা বাড়ে, এটার কারণে যেন আপনার কাজের স্বচ্ছতা বাড়ে, এটার মাধ্যমে যেন আপনার জবাবদিহিতাটা আরও স্বচ্ছতা লাভ করে। স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসটি) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবেন্দ্র নাথ উরাঁও, এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলেটেটর আকতারুজ্জামান। পরে এলজিএসপি-৩ স্কীমের আওতায় জেলার ৪৫ টি ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে মোবাইল ফোন তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।