গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন
রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য প্রয়াত গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ ও মৎস্যমুখী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত গৌরি চন্দ সিতুর স্বামী ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাই, দুই ছেলে কল্যাণ বর্মন ও কল্লোল বর্মণ ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও শান্তিকামনা করে অংশ নেন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী, রেডিও মহানন্দা সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, জেলা স্কাউট ও গার্ল গাইড এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকসানা আহমেদ, সমাজসেবী ফারুকা বেগমসহ সনাক, কল্যাণী মহিলা সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সূধীজন। উল্লেখ্য, ৩০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।