গোমস্তাপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন, আটক ১৫ বাংলাদেশি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার গভীর রাতে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় বলে জানা গেছে। পরে রোববার ভোরে সীমান্ত এলাকায় টহলকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের বিভিষণ সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে দুজন শিশু, নয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা যশোর, নড়াইল, খুলনা ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, ভোরে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে ওই ১৫ জনকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া যায়। এরপর তাদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, পুশইনের শিকার এসব বাংলাদেশি নাগরিক বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।