গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

686

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শাহলাল নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় নুহু নামে অন্য একজন আহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার রোকনপুর সীমান্তের ২৯৫ নং পিলারে এ ঘটনা ঘটে। নিহত শাহলাল হচ্ছেন গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, সোমবার ভোর রাতে রোকনপুর সীমান্ত দিয়ে একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যাবার সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে শাহলাল গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে পালিয়ে আসে এবং রোকনপুর সীমান্তের ২৯৫ নং পিলারের কাছে তার মৃত্যু হয়। এ সময় তার অপর সহযোগী নুহু আহত হয়। সে গোপনে চিকিৎসা নিচ্ছে। গোমস্তাপুর থানার ওসি শাহিন কামাল বিজিবি’র উদ্ধৃতি দিয়ে জানান, রোকনপুর সীমান্তে একটি লাশ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সদস্যরা দুপুরে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, নিহত শাহলালের কোমরের পেছন দিকে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে বিজিবি’র পক্ষ থেকে এ ব্যপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।