গোমস্তাপুর ও ভোলাহাটে শুমারি কমিটির সভা

165

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
গোমস্তাপুর প্রতিনিধি : বুধবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেনÑ গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য দেনÑ জেলা শুমারি সমন্বয়কারী চাঁপাইনবাবগঞ্জ-২ মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রহনপুর চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা শুমারি সমন্বয়কারী শামিউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। ভোলাহাট প্রতিনিধি : জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক উম্মে কুলসুম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাব্বুল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী মো. আসাদুজ্জামান।
এ সময় উপপরিচালক বলেন, দেশব্যাপী আগামী ১৫ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সম্পূর্ণ ডিজিটালভাবে জনশুমারি ও গৃহগণনা করা হবে।