গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মাসিক সভায় আইনশৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের ওপর আলোকপাত করা হয়।