গোমস্তাপুরে ৬৩ জনে শনাক্ত ৪ : র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট

42

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নতুন করে ৪ জন শনাক্ত হয়েছেন। রবিবার ৬৩ জনের র‌্যাপিড টেস্টে এই ৪ জন শনাক্ত হন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ১৯২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, রবিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ৪ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এছাড়া শনিবার রাজশাহীর আরটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় একজনের পজিটিভ রিপোর্ট আসে। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলশনে থাকতে বলা হয়েছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে গোমস্তাপুরের একজন মারা যান বলে তিনি নিশ্চিত করেন।
ডা. হাসান আরো বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন, চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩ জন।