গোমস্তাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

গোমস্তাপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতরাতে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, সহসভাপতি সফিকুল ইসলাম, সহসম্পাদক আল মামুন বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাব সভাপতি আঃ ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক জাকির হোসেন সনি, শাহিন, তুহিন, এরশাদ আলী, কাবিরুল ইসলাম ও মনির আহমাদ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ এবং রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শামিম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় ওসি আব্দুল বারিক সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, রোড ডাকাতি প্রতিরোধ, মাদক নির্মূল, গরু চুরি ও জুয়া বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।