গোমস্তাপুরে সর্প দংশনে শিশুর মৃত্যু
গোমস্তাপুর উপজেলায় বিষাক্ত সর্প দংশনে সিফাত আলী নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাধানগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উপর সাগরাইল গ্রামের উকিলের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিল সিফাত। এমন সময় একটি সাপ বিছানার উপর তার ডান হাতের আঙ্গুলে কামড় দেয়। এরপর তার কান্নাকাটি ও চিৎকারে বাড়ির সদস্যরা বিষয়টি টের পায়। ভোররাতে তাঁরা সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান এবং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম বলেন, সাপের কামড়ে সিফাতের আঙ্গুল থেকে রক্ত বের হয়ে যায়। তবে সাপটি ধরা বা মারা সম্ভব হয়নি। গোমস্তাপুর থানার অফিসার ওসি রইস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।