গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত; নাচোলে আহত ১

গোমস্তাপুর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় নুর আহমেদ  নামে এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে নাচোলে এক ভ্যানচালক আহত হয়েছেন। নিহত শিশু নুর আহমেদ গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের জসিমউদ্দিনের ছেলে। গত কাল  সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের এনায়েতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, বাবা-মায়ের সঙ্গে নুর আহমেদ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষা করার সময় শিশুটি হঠাৎ করে দৌড় দিলে রহনপুর থেকে ছেড়ে যাওয়া আড্ডাগামী মাইক্রোবাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নুর আহমেদের মৃত্যু হয়।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি নাচোল উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকারা হতে ভ্যান চালিয়ে বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আমিনুলের ভ্যানে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।