গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
গোমস্তাপুরে পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপণী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ যহুর আলী প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর মনিটরিং অফিসার শাহাদাত হোসেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, অভিভাবক রুহুল আমিন, রহনপুর ইউসুফ আলী কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন মুন্না ও চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম। উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।