গোমস্তাপুরে শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহার না হওয়ায় অভিভাবকদের সংবাদ সম্মেলন

191

গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২৮ নং পশ্চিম বাঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীনের বদলী আদেশ প্রত্যাহার না হওয়ায় সংবাদ সম্মেলন করেছে অভিভাবক ও শিক্ষার্কীরা । আজ দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সারমিন খাতুন। লিখিত বক্তব্যে জানানো হয়, ওই শিক্ষককে গত ২ এপ্রিল বদলীর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক শিক্ষার্থীরা পরের দিন ৩ এপ্রিল উপজেলা পরিষদ চত্ত¡রে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে স্মারকলিপি প্রদান করে। তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করে বাড়ি ফিরে যান। এদিকে গত ৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষককে বদলীর আদেশ আসার পর ৬ এপ্রিল থেকে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী পালন করে। গত ৭ এপ্রিল ওই শিক্ষক বদলীকৃত পশ্চিম আনারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। ওই শিক্ষকের বদলীর আদেশ স্থগিত বা বাতিল না হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি একেবারেই কমে যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এছাড়া সংবাদ সম্মেলনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি রুখতে একটি মহল নানা বাধা বিপত্তির সৃষ্টি করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ওই শিক্ষককে ওই বিদ্যালয়ে পূর্ণবহাল না করা হলে আগামী ১৫ এপ্রিল থেকে এক যোগে সকল শিক্ষার্থীদের গণ ছাড়পত্র গ্রহণের আবেদন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।