গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এতে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সাহা, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রভাষক আতিকুর রহমানসহ অন্যরা। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।