গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া সার মজুদ ও বিক্রির অভিযোগে ১ ব্যবসায়ীকে জরিমানা
গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ও লাইসেন্স ছাড়া বিক্রির অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতরাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে উপজেলা কৃষি বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। উপজেলা কৃষি বিভাগ জানায়, রাত ৯টার দিকে মেসার্স শাজাহান ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ৪১ বস্তা ডিএপি, ৪৫ বস্তা ইউরিয়া ও ৮৮ বস্তা এমওপি সার পাওয়া যায়। এসময় বিনা লাইসেন্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে কীটনাশক ব্যবসায়ী শাজাহান আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(০২) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।