Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

গোমস্তাপুরে র‌্যাপিড টেস্টে ৪৩ জনে শনাক্ত ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারীসহ নতুন করে ৩ জন শনাক্ত হয়েছেন। শনিবার ৪৩ জনের র‌্যাপিড টেস্টে এই ৭ জন শনাক্ত হন। এদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ৩০৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, শনিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৩ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ৩ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১ নারীসহ ২ জন পুরুষ রয়েছে। শনাক্তদের মধ্যে রহনপুর পৌর এলাকার ২ জন ও বোয়ালিয়া ইউনিয়নের ১ জন রয়েছেন। ৩ জনের বয়স পর্যায়ক্রমে ২৫ থেকে ৩৮ বছর পর্যন্ত। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ৩০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩৬ জন, চিকিৎসা নিচ্ছে ২৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৪ জন।

Exit mobile version