গোমস্তাপুরে র‌্যাপিড টেস্টে নারীসহ শনাক্ত ১২

37

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫ নারীসহ নতুন করে আরো ১২ জন শনাক্ত হয়েছেন। আজ ৬০ জনের র‌্যাপিড টেস্টে এই ১২ জন শনাক্ত হন। এদের মধ্যে রহনপুর পৌর এলাকার ৩ জন, রাধানগর ইউনিয়নের ৫ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ জন, আলিনগর ইউনিয়নের ১ জনসহ নাচোল উপজেলার ১ জন রয়েছেন। এদের বয়স পর্যায়ক্রমে ১২ থেকে ৬৫ বছর পর্যন্ত। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ২৬২ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন,  সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ব্যক্তির র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। বিকেলে ১২ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এদের মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন।  তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরো জানান, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন, চিকিৎসা নিচ্ছেন ২২২ জন ও মৃত্যুবরণ করেন ৪ জন।