গোমস্তাপুরে র‌্যাপিড টেস্টে ৩৮ জনে শনাক্ত ৫

64

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে নারীসহ নতুন করে ৫ জন শনাক্ত হয়েছেন।  রবিবার ৩৮ জনের টেস্টে ৫ জন শনাক্ত হন। এদের মধ্যে ২ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোট ২৫০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে ।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি বলেন, রবিবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। টেস্টে ৫ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ২ নারীসহ ৩ জন পুরুষ রয়েছে। চৌডালা ইউনিয়নের ২ জন, পার্বতীপুর ও বোয়ালিয়া ইউনিয়নের ১ জন করে এবং নিয়ামতপুর উপজেলার ১ জন রয়েছেন। পাঁচজনের বয়স পর্যায়ক্রমে ৩৫ থেকে ৮০ বছর পর্যন্ত। তাদের সকলকেই চিকিৎসা দিয়ে বাড়িতে আইসোলশনে থাকতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, গত ১৭ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবে মোট ২৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন, চিকিৎসা নিচ্ছেন ২১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪ জন।