গোমস্তাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক উপজেলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহতিকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু মাসুদ খান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সুশান্ত কুমার বর্মন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। উল্লেখ্য, উপজেলার ১৯৪ টিকা কেন্দ্রে আগামী ১৫ মার্চ থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ৪৫৯ জন ও ১২-৫৯ মাস বয়সের ৩৩ হাজার ৯৩৭ জন শিশুকে এ-প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।