গোমস্তাপুরে ভারতীয় তামার তার সহ মিশুক চালক আটক

239

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৬৪ কেজি ভারতীয় তামার তার সহ এক মিশুক চালককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে রহনপুর- ভোলাহাট সড়কের হুজরাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি নাচোল উপজেলার কাজলা চৌপুকুরিয়া গ্রামের সরোয়র আলমের ছেলে আকমল (২৩)। ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ওশিকুর রহমান জানান, হাবিলদার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই স্থানে টহল দেয়ার সময় একটি মিশুকে তল্লাশী চালিয়ে ৬৪ কেজি ভারতীয় তামার তার সহ মিশুক চালককে আটক করে। এ সময় তারের মালিক রহনপুর পৌর এলাকার হিরুপাড়া চাঁদপুর গ্রামের মৃত মনতাজের ছেলে ওবাইদুর পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবি তার বহনের কাজে ব্যবহৃত মিশুকটি জব্দ করে। যার রেজিস্ট্রেশন নং- নবাব-ত- ১১-০৩৭৬ এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে বিজিবি।