গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত
গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠা লর্ড বেডেন পাওয়েল এবং বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পতির জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করা হচ্ছে। আজ সকালে রহনপুর মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমী সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সদস্যরা।