গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর উপজেলায় বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে সাদিয়া খাতুন নামে ৬ বছরের এক শিশু। আজ দুপুরে গোমস্তাপুর উপজেলার বেগমনগর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সাদিয়া ওই গ্রামের বাইরুল ইসলামের মেয়ে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ-ওসি ওয়াদুদ আলম জানান, দুপুরে সাদিয়া বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। এক নারী গোসল করার সময় টের পান কিছু একটা ডুবে আছে। পরে ওই নারী তুলে দেখেন শিশুর মরদেহ। তিনি লোকজনকে খবর দিলে তারা সাদিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওসি আরো জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়র করা হয়েছে।