গোমস্তাপুরে বজ্রপাতে নিহত কৃষককে আর্থিক সহায়তা প্রদান

গোমস্তাপুরে বজ্রপাতে শাহাবুদ্দিন ওরফে ওজকার নামে এক কৃষক নিহত হয়েছে। গতকাল রাত ৮ টার দিকে ঝড়বৃষ্টি হওয়ার সময় সন্তেষপুর গ্রাম সংলগ্ন বিলের খোলারট্যাক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার আলিনগর ইউনিয়নের কামাত সন্তেষপুর গ্রামের বাসিন্দা তাজামুল হকের ছেলে। ওই সময় তিনি পাওয়ার টিলারে করে ধান নিয়ে এলাকায় ফিরছিল। এদিকে আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি নিহতের স্ত্রীর হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এ সময় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।