গোমস্তাপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ বিতরণ


গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ করা হয়েছে। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০৭ রহনপুর অফিসে এই বীজ (কন্দ) বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর আবদুল্লাহ-আল-কাফিসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।