গোমস্তাপুরে পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

318

গোমস্তাপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রহনপুর রেল ব্রিজ পয়েন্টে পূণর্ভবা নদীর পানি গত গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত অপর নদী মহানন্দার পানি স্থিতিশীল রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে। পূণর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানির তোড়ে বুধবার আলিনগর ইউনিয়ন রক্ষা বাঁধের ব্যাইলার দাঁড়া ভেঙ্গে যাওয়ায় ওই ইউনিয়নের শত শত বিঘা জমির ফসল, বাড়ীঘর ও মৎস্য ক্ষেত্র চুড়ইল বিলের মাছ ভেঁসে গেছে। আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, প্রায় ১০ কিলোমিটার বাচ্চামাড়ী-সোনাতলা বাঁধের বেশ কয়েকটি অংশ ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া অপর একটি অংশ বেশী ঝুকিপূর্ণ রয়েছে। এছাড়া জনপদে বন্যার পানি প্রবেশ রোধে বিভিন্ন কালভাট ও সেতুর নিচে অস্থায়ী বাঁধ দেয়া হয়েছে।