গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুরে গর্তের পানিতে ডুবে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে নিজেদের বাড়ির সামনের গর্তের পানিতে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. তহিরুল ইসলামের ছেলে আব্দুর রহমান। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ও স্থানীয় সূত্র জানান, সকাল সোয়া ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিজেদের বাড়ির সামনের গর্তের পানির মধ্যে পড়ে মারা যায় শিশু আব্দুর রহমান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।