গোমস্তাপুরে পাক-হানাদার বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের শান্তি কামনায় হরিনাম যজ্ঞানুষ্ঠান

104

গোমস্তাপুরে পাকবাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তি নিহতের আত্মার ও বিশ্ব শান্তি কামনায় ২৪ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞা অনুষ্ঠানের সমাপনী হয়েছে। গত সোমবার কামাড়পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দিরে শুরু হয়ে আজ সকালে এসে শেষ হয়। যজ্ঞা অনুষ্ঠানটিতে বগুড়া, নওগাঁ, রংপুর ও যশোর এলাকার ৪টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়। এছাড়া বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাবেক উপজেলা সভাপতি মনতোষ চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি কমল চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক অশোক দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কামাড়পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার দাস জানান, প্রতিবছরের মত এবারও হরিনাম যজ্ঞা অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে শেষ হয়েছে। ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহত হন। তাঁদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তি কামনায় যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানটি পালন করা হয়।