রাত পেরোলেই জেলার ৪ উপজেলায় ভোট

191


আগামীকাল শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩২৭টি ভোট কেন্দ্রে ৭ লাখ ৯৩ হাজার ১৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আজ সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটগ্রহণ সামগ্রী নিয়ে স্ব স্ব ভোটকেন্দ্রে যাচ্ছেন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ৪ উপজেলায় চেয়ারম্যন পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি রেডিও মহানন্দার বার্তা সম্পাদক আজিজুর রহমান শিশিরকে বলেন আজ থেকে আগামীকাল রাত পর্যন্ত জেলায় ১০০ জন র‌্যাব, ৩১৪ জন বিজিবি, প্রায় ৩ হাজার গ্রাম পুলিশসহ নিরাপত্তা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। তিনি আরো বলেন এবারে উপজেলা নির্বাচনে ৩২৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ২২২টি ভোট কেন্দ্রে গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে । এদিকে, গোমস্তাপুরে উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৯৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৮ শত ৯৯ জন ও মহিলা ভোটার ৯৯ হাজার ৩ শত ৯৯ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এ নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৪ টি। এর মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ১০ টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ৪৭ টি ও অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র ১৭ টি। নির্বাচনে ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ৪৯৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯৮৮ জন পোলিং অফিসার নিযুক্ত রয়েছে। আজ সকাল থেকে নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনী সামগ্রী প্রদান শুরু হয়েছে।