গোমস্তাপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

93

আসন্ন ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে গোমস্তাপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
রবিবার সকাল ১০টায় গোমস্তাপুর উপজেলার রহনপুরের তিনটি প্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ দেন নির্বাচন কমিশন ও নির্বাচন ইনস্টিটিউশন ট্রেনিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করাই আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি (বুধবার) উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবার এই আসনে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে ৮৮ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৪২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১২৪৪ জন পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করছেন।