গোমস্তাপুরে নিমের বাণিজ্যিক চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ

142

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ নিমের বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ভেড়িবাজারে অবস্থিত বাংলাদেশ নিম ফাউন্ডেশন সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সমন্বয়কারী ফাতেমা বিনতে রহমান। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী পরিচালক একেএম আব্দুল্লাহ ভূইয়া। বক্তব্য দেন, ইউপি সদস্য বেলাল হোসেন, নিম ফাউন্ডেশন কর্মকর্তা মো. তুহিন হোসেন, গোমস্তাপুর নিম ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মো. মনিরুল ইসলামসহ অন্যরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।