গোমস্তাপুরে দুটি রেস্তোঁরাকে ভোক্তা অফিসের অর্থদন্ড

92

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে গোমস্তাপুর উপজেলার দুটি রেস্তোঁরাকে ১৫ হাজার টাকা সতর্কতামূলক অর্থদন্ড প্রদান করে তাৎক্ষনিক তা আদায় করা হয়েছে। আজ দুপুরে বোয়ালিয়া ইউনিয়ন বাজারে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে বোয়ালিয়া বাজারের মাসুদ মিষ্টান্ন ভান্ডারকে সতর্কতামুলক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারা অনুযায়ী এই অর্থদন্ড আরোপ করা হয়। এছাড়া একই অভিযানে মেয়াদোত্তীর্ণ পানি ও পানীয় বিক্রির দায়ে বাজারের ভাই ভাই হোটেলকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে দন্ডিত প্রতিষ্ঠানগুলোকে দিক নির্দেশনা দেয়া হয়। এসময় উপস্থিত ভোক্তাদের সাথে মতবিনিময় করে তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী ও গোমস্তাপুর থানা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সহকারী পরিচালক জহিরুল ইসলাম।