গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
কর্মসূচিতে অংশ নেন- উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, জনস্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেল আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে উপজেলা সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।