গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ সকাল ৮টায় চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের কবরস্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীসহ শহিদ তারেকের বাবা আশাদুল ইসলামকে সঙ্গে নিয়ে কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয় । গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহিদ হাসান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ শহীদ পরিবারের সদস্য, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল চিকিৎসধীন অবস্থায় ৯ আগষ্ট তিনি শাহাদাত বরণ করেন। পরের দিন নিজ বাড়ির এলাকায় ওই কবরস্থান তাকে দাফন করা হয়।