গোমস্তাপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

43

গোমস্তাপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার খোয়াড়মোড়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক উজ জামান। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যে দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন, ইউনিট-৭ ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি অফিসার রুহুল আমিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফর সহযোগিতার র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। র‌্যালীর আগে নিরাপদ খাদ্যের ওপর কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’।