গোমস্তাপুরে জাতীয়করণসহ ৫ দফা দাবিতে শিক্ষকবন্ধন

117

গোমস্তাপুরে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় গেটের সামনে চলে এই শিক্ষকবন্ধন। ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা শিক্ষকবন্ধনের আয়োজন করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা। এতে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক আনোয়ার জাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বোয়ালিয়া বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, রহনপুর জনতা ও দেওপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাক্রমে ফজলুর রহমান ও আফতাব উদ্দিন, ভাটখৈর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম কাজলসহ অনেকে। শিক্ষকবন্ধেন সংগঠনের নেতারা জানান, আজ সারাদেশে শিক্ষকবন্ধন ও ১৫ মার্চ প্রত্যেক জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।