গোমস্তাপুরে চাঞ্চল্যকর জেসমিন হত্যা মামলায় সাবেক স্বামী গ্রেপ্তার
গোমস্তাপুরে চাঞ্চল্যকর জেসমিন হত্যার ঘটনায় তার দ্বিতীয় সাবেক স্বামী এবং ঘটনার প্রধান সন্দেহভাজন আসামী আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনারুল গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যব্রজনাথপুর গ্রামের মৃত রফিকের ছেলে। আজ ভোররাতে নিজবাড়ি থেকে আনারুলকে গ্রেপ্তার করা হয় এবং সন্ধ্যায় তাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাঁর ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গতকাল রাতসাড়ে ৮টার দিকে নিহতের প্রথমপক্ষের ছেলে আলমগীর অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন। এদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত সোমবার রাতে একটি বিলের ধারের নির্জন আমবাগান থেকে অজ্ঞাত হিসেবে জেসমিনের গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।