রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

গোমস্তাপুরে চাঁপাই এগ্রো প্রডাক্ট পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর গ্রামে অবস্থিত চাঁপাই এগ্রো প্রডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেড এর জুসের পাল্প তৈরির কার্যক্রম পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। আজ দুপুরে তিনি চলতি আম মৌসুমে আম সংগ্রহ কার্যক্রমের ও উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ফ্যাক্টরির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২০০৭ সালে প্রতিষ্ঠিত প্রায় ১০ বিঘা জমির উপর নির্মিত এ ফ্যাক্টরিতে ২২৫ জন কর্মচারী নিয়োজিত রয়েছে। যার ফলে এ প্রত্যন্ত অঞ্চলের বিশাল এক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এ ফ্যাক্টরি থেকে দেশের বিভিন্ন জুস তৈরির কাঁচামাল পাল্প উৎপাদন ও সরবরাহ করা হয়ে থাকে।