গোমস্তাপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত

গোমস্তাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন বহিপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম। আজ উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেলা ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটগ্রহণ। অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আমিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিয়াউল হক মুকুট পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে ৯৭ টি কৃষক সংগঠনের প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন।