গোমস্তাপুরে কৃষি প্রণোদনার পেঁয়াজ বিতরণ

111

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পেঁয়াজ বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করা হয়। গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা প্রধান অতিথি থেকে বীজ ও উপকরণগুলো কৃষকদের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, রাকিবউদ্দিন, হামিদুল হক, গানিউল ইসলাম।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের জন্য প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার তিনশজন প্রান্তিক কৃষককে বিনামূল্যে এক কেজি বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেওয়া হচ্ছে। এছাড়া খরচ হিসেবে দুই হাজার ৮০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা তুলে দেয়া হবে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে।