গোমস্তাপুরে কৃষি প্রণোদনার মুগ ডালের বীজ বিতরণ
গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিকদের মাঝে বিনামূল্যে মুগ ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইসউদ্দীন,রাকীব উদ্দীন, গানিউল ইসলাম, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মোমিনুল ইসলাম,শেখ আল ফুয়াদসহ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ১১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি করে মুগ বীজসহ ১৫ কেজি রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।