গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষন ও বীজ বিতরণ

76

গোমস্তাপুরে আধুনিক ধান উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট, রাজশাহী অঞ্চল আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড: শাহজাহান কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফজলুল ইসলাম ও ড: আলীম উদ্দিন, প্রধান পরিকল্পনা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, কৃষক সিরাজুল ইসলাম টাইগার, সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। কর্মশালা শেষে উপস্থিত কৃষকদের মাঝে ১০ কেজি করে ধান বীজ বিতরণ করা হয়।

এর আগে দুপুরে, গোমস্তাপুরে রোপা আমন মৌসুমে ব্রি-ধান-৫১ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে একটি ধানক্ষেতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস।