গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

144

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ে আম উৎপাদনে আধুনিক কলাকৌশল ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী ফল গবেষণা কেন্দ্র আয়োজিত এ কৃষক প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান।
প্রশিক্ষণে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। পরে ৩০ জন কৃষকের মাঝে ব্রি ধান-৮১ জাতের বীজ বিতরণ করা হয়।