গোমস্তাপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুর উপজেলা থেকে আবু সফিয়ান নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্বতীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বিকেলে বাড়ির অদুরে ইউপি ভবন এলাকার একটি আমবাগানের আমগাছের ডালের সাথে গলায় রশির ফাঁস দেয়া মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুফিয়ান আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায় নি। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সুপিয়ানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যন মোয়াজ্জেম হোসেন বলেন, সুফিয়ানের আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায় নি।