গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত ঘাসফড়িং ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন অতিথি বক্তব্য দেন। বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, একই কলেজের প্রভাষক হাবিবুর রহমান, অ্যাডভোকেট বাবু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান, সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম, অভিভাবক জাহিদ হোসেন এবং ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মন কাড়ে।