গোমস্তাপুরে কুরবানির জন্য সাড়ে ৩২ হাজার পশু প্রস্তুত

102

গোমস্তাপুরে ঈদুল আজহার কুরবানির ঈদকে সামনে রেখে পালন করা হয়েছে ৩২ হাজার ৪৬১টি। এরমধ্যে চাহিদা রয়েছে ২৮ হাজার ৭৬৫টি পশুর। চাহিদার চেয়ে ৩ হাজার ৯৬টি বেশি কুরবানির পশু উদ্বৃত্ত থাকছে বলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছেন। তাঁরা জানান, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯৮০ জন খামারি রয়েছে। এছাড়া অনেকে বাড়িতে গরু ছাগল, ভেড়া মহিষ পালন করছেন। গোমস্তাপুর উপজেলায় কুরবানির জন্য ২১ হাজার ৮৭৮ টি গরু প্রস্তুত রয়েছে। এরমধ্যে ষাঁড় ৭ হাজার ৯৫৪ টি, বলদ ৬ হাজার ৭৯৮টি ও গাভী ৭ হাজার ১২৬ টি। মহিষ রয়েছে ৩৮ টি। এছাড়া ছাগল রয়েছে ৬ হাজার ৬৬টি ও ভেড়া ৩ হাজার ৫৮৯ টি। পশু পালনকারী ১ হাজার ৬০ জনকে ট্রেনিং দেয়া হয়েছে। ৬০ জন কসাইকে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া খামারীসহ পশুপালনকারীদের কৃমিনাশক ট্যাবলেট, ভ্যাকসিনসহ তদারকি করা হয় উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে।